হোম > সারা দেশ > রাজশাহী

ইউপি সদস্যসহ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চকরাজাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর বাঘা থানায় পাঁচটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা এসব মামলার আসামি।

মামলার বাদীরা হলেন—উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মখলেছুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মাহাবুব আলমের ছেলে সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, ছাত্রদল কর্মী ও পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের আশরাফ মল্লিকের ছেলে জাহিদ হাসান, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর গাওপাড়া গ্রামের ছুরাত আলীর ছেলে সুরুজ্জামান সুরুজ, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাজদার রহমান।

পাঁচটি মামলার মধ্যে একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় আসামি করা হয়েছে স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে। এ ছাড়া মোট ৩৫৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, চকরাজাপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিভিন্ন সময় দলীয়ভাবে মারামারি, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। এসব অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা