হোম > সারা দেশ > পাবনা

বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর তরুণের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর সোহান হোসেন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোহান চাকলা পূর্বপাড়া গ্রামের মোল্লার ছেলে। বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তার নিজ বাড়ির পাশে কাকেশ্বরী নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন সোহান। বেড়া ফায়ার সার্ভিসের একটি দল পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহের সন্ধান পায়নি। পরে রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের এক ঘণ্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।

বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘আমরা সোমবার বিকেলে থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে তার সন্ধান পাইনি। একদিন পর রাজশাহী ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার