হোম > সারা দেশ > নাটোর

লালপুরে জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৮০ পেয়েছিল। 

পরীক্ষার ফল প্রকাশের পর আজ শুক্রবার দুপুরে নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ ঘটনা ঘটে উপজেলার জৈতদৌবকী গ্রামে। 

ওই শিক্ষার্থীর নাম—মোমো (১৬)। সে ওই গ্রামের মহসিন আলীর মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোমো। শুক্রবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু ফল প্রকাশের পর সে জানতে পারে জিপিএ ৩.৮০ পেয়েছে। এর পর থেকেই অনবরত কান্নাকাটি করতে থাকে মোমো। একপর্যায়ে নিজের ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘গলায় ফাঁস দেওয়ায় শ্বাস রোধে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে।’ 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক