হোম > সারা দেশ > বগুড়া

হত্যাকাণ্ডের দুই যুগ পর ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুই যুগ আগের দুটি হত্যাকাণ্ডে করা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও ৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আফজাল হোসেন, তাঁর ভাই জাহিদুল ইসলাম,  সাইফুল আলম, গোলজার রহমান, আছমা বেগম, আলম ফকির ও তসলিম উদ্দিন। তাঁদের মধ্যে আছমা বেগম ও আলম ফকির পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৮ অক্টোবর রাতে বগুড়ার শিবগঞ্জের বিল হামলা গ্রামের একটি চাতালের নৈশপ্রহরী আব্দুল জব্বারকে হত্যা করা হয়। ওই চাতালে যন্ত্রপাতি লুটপাট করতে এ ঘটনা ঘটানো হয়েছিল। পরবর্তীতে ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।  এ ঘটনায় দীর্ঘ ২৪ বছর পর ছয়জনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। 

অপরদিকে,  কাহালুর লক্ষীমণ্ডপ গ্রামে ১৯৯৬ সালের ৮ আগস্ট স্থানীয় পুকুর নিয়ে দ্বন্দ্বে মজিবর নামে এক কৃষককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ১৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। পরে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আসামিদের মধ্যে দুজন মামলা চলাকালীন সময়ে মারা গেছেন।  পরবর্তীতে দীর্ঘ ২৬ বছর পর এ মামলায় তসলিম উদ্দিনকে (৭০) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি ১৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মুহাম্মাদ কামরুল হাসান এ রায় ঘোষণা করেন।  

বগুড়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু বলেন, পৃথক দুটি মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ দুই যুগ পর হত্যাকাণ্ড দুইটির বিচারকার্য সম্পন্ন হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার