হোম > সারা দেশ > বগুড়া

হত্যাকাণ্ডের দুই যুগ পর ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুই যুগ আগের দুটি হত্যাকাণ্ডে করা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও ৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আফজাল হোসেন, তাঁর ভাই জাহিদুল ইসলাম,  সাইফুল আলম, গোলজার রহমান, আছমা বেগম, আলম ফকির ও তসলিম উদ্দিন। তাঁদের মধ্যে আছমা বেগম ও আলম ফকির পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৮ অক্টোবর রাতে বগুড়ার শিবগঞ্জের বিল হামলা গ্রামের একটি চাতালের নৈশপ্রহরী আব্দুল জব্বারকে হত্যা করা হয়। ওই চাতালে যন্ত্রপাতি লুটপাট করতে এ ঘটনা ঘটানো হয়েছিল। পরবর্তীতে ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।  এ ঘটনায় দীর্ঘ ২৪ বছর পর ছয়জনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। 

অপরদিকে,  কাহালুর লক্ষীমণ্ডপ গ্রামে ১৯৯৬ সালের ৮ আগস্ট স্থানীয় পুকুর নিয়ে দ্বন্দ্বে মজিবর নামে এক কৃষককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ১৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। পরে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আসামিদের মধ্যে দুজন মামলা চলাকালীন সময়ে মারা গেছেন।  পরবর্তীতে দীর্ঘ ২৬ বছর পর এ মামলায় তসলিম উদ্দিনকে (৭০) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি ১৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মুহাম্মাদ কামরুল হাসান এ রায় ঘোষণা করেন।  

বগুড়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু বলেন, পৃথক দুটি মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ দুই যুগ পর হত্যাকাণ্ড দুইটির বিচারকার্য সম্পন্ন হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত