হোম > সারা দেশ > নাটোর

স্বামীর বিয়ের খবরে মেয়েসহ আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি

স্ত্রী-সন্তান রেখে গোপনে বিয়ে করেছেন নাটোরের খোরশেদ আলম। দীর্ঘদিন পর বিষয়টি জানতে পারেন তাঁর স্ত্রী জাহেদা বেগম (৪৩) ও মেয়ে মুন্নী আকতার (২১)। এমন খবরে স্ত্রী ও মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা টের পেয়ে দুজনকেই ফাঁসি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে মারা গেছেন মেয়ে মুন্নি আক্তার। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জাহেদা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা গ্রামে। খোরদেশ আলম হালসার সাবেক ইউপি সদস্য এবং একই গ্রামের আজগর মন্ডলের ছেলে।

এ ঘটনায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম কিছুদিন আগে গোপনে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন। বিষয়টি তাঁর পরিবারের কেউ জানতেন না। শনিবার সকালে তাঁর স্ত্রী ও মেয়ে বিষয়টি জানতে পেরে সবার অগোচরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করেন। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে ঘরের দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন। এ সময় মা-মেয়ে দুজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুন্নীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় জাহেদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

এই কর্মকর্তা আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী