হোম > সারা দেশ > নাটোর

গরিব মানুষের কথা ভেবে টিনের চালার ঘরেই থাকি: এমপি শহিদুল ইসলাম

নাটোর ও লালপুর প্রতিনিধি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, ‘জাতীয় সংসদের ৩৫০ সদস্যের মধ্যে আমি হয়তো একমাত্র, যে নির্বাচনের পর একটা বাড়িও করি নাই। এখনো টিনের চালার ঘরে থাকি, সেখানে এসিও নাই। চাইলে এ বছর একটা বাড়ি তৈরি করতে পারতাম। কিন্ত আমার নির্বাচনী এলাকার গরীব-দুঃখী মানুষ যেন ঈদের দিন একটু ভালো খেতে পারে সেই ভাবনা থেকে বাড়ি তৈরির ইচ্ছাকে বিসর্জন দিলাম। মানুষেরা খেয়ে যে তৃপ্তি পাবে তা কোটি টাকার ঘরে শুয়ে আমি পাব না।’

আজ বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভায় প্রায় ১১ হাজার গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে প্রায় এক কোটি টাকার খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসব খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে তেল, ময়দা, দুধ, সেমাইসহ অনান্য খাদ্যসামগ্রী।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘আমার প্রয়াত বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার বড় ভাই ২৫ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। এখন এমপি হয়েছি। আমার ছোট ভাই এখন উপজেলা চেয়ারম্যান। আমরা এভাবেই মানুষের সঙ্গে আছি, পাশে আছি। কেননা আমাদের জীবনযাপন খুবই সাধারণ। আমার প্রতিবেশি কৃষকও যেমন ঘরে বাস করে আমিও তেমন ঘরে বাস করি। নিজেকে কখনই আলাদা করিনি।’

সংসদ সদস্য বকুল বলেন, ‘এমপি হিসেবে অনেক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও দূর দুরান্ত থেকে মানুষজন আমার কাছে আসেন। আমার ভালো বাড়ি নেই জেনে তাদের বিস্ময়ের সীমা থাকে না। তারাই বলে বাড়ি করেন। তাদের কথা মতো, এবার চাইলেই বাড়ি করতে পারতাম। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর রমজানে মাসে ইফতার আয়োজন নিরুৎসাহিত করেছেন। এবার তাই দুই উপজেলার ১৫টি ইউনিয়ন ও দুই পৌরসভায় ইফতারের পরিবর্তে সব টাকার খাদ্যসামগ্রী গরীবদের মাঝে বিতরণ করেছি।’ 

এ সময় লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার পাশাপাশি দুই উপজেলার ১০ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় দেওয়া হচ্ছে। যা ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী