হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় বিদ্যুতায়িত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত আমানুল্লাহ আমান (৩৩) উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমানুল্লাহ আমানের বাড়ি ও তাঁর চাচার বাড়ি পাশাপাশি। বাড়িসংলগ্ন চাচার মুদিদোকান আছে। সেই দোকানে চাচার বাড়ির একটি কক্ষের লোহার গ্রিল দেওয়া জানালা দিয়ে বিদ্যুৎ-সংযোগ নেওয়া ছিল। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রিলের জানালায় হাত লেগে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আমানুল্লাহ। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজান্তে সংযোগ নেওয়া তারটি ছিদ্র হয়ে লোহার জানালা বিদ্যুতায়িত হয়েছিল।

স্কুলটির প্রধান শিক্ষক ডি এম শওকত জামান রাজা বলেন, ‘২০২৩ সালের ২৪ জানুয়ারি তিনি এ বিদ্যালয়ে যোগদান করেন। আমরা একজন মেধাবী গুণী শিক্ষককে হারালাম।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ