হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় বিদ্যুতায়িত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত আমানুল্লাহ আমান (৩৩) উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমানুল্লাহ আমানের বাড়ি ও তাঁর চাচার বাড়ি পাশাপাশি। বাড়িসংলগ্ন চাচার মুদিদোকান আছে। সেই দোকানে চাচার বাড়ির একটি কক্ষের লোহার গ্রিল দেওয়া জানালা দিয়ে বিদ্যুৎ-সংযোগ নেওয়া ছিল। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রিলের জানালায় হাত লেগে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আমানুল্লাহ। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজান্তে সংযোগ নেওয়া তারটি ছিদ্র হয়ে লোহার জানালা বিদ্যুতায়িত হয়েছিল।

স্কুলটির প্রধান শিক্ষক ডি এম শওকত জামান রাজা বলেন, ‘২০২৩ সালের ২৪ জানুয়ারি তিনি এ বিদ্যালয়ে যোগদান করেন। আমরা একজন মেধাবী গুণী শিক্ষককে হারালাম।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪