হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ১৫ দিনে ৩০ জন করোনার রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

রাজশাহীতে ১৫ দিনে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটি-পিসিআর ল্যাবে পাঁচ থেকে ১০টি নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বাড়লেও আক্রান্তের হার স্থিতিশীল।

জানা গেছে, করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত আছে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের টিম। তবে এ বছর করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

সংশ্লিষ্টরা জানান, গত ২৭ মে থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। ওই দিনের পাঁচটি নমুনার একটি করোনা পজিটিভ আসে। এরপর থেকে প্রতিদিনই ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ১৫ দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

এ পর্যন্ত মোট ৯৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২ মে এক দিনেই ১৫টি নমুনা পরীক্ষায় চিকিৎসক ও মেডিকেল স্টাফসহ ৯ জন শনাক্ত হন।

রামেকের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আশা করি, রাজশাহী মেডিকেল কলেজ কিট স্বল্পতায় ভুগবে না, যদি না আবার বড় ধরনের মহামারি দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা প্রস্তুত আছি। আতঙ্কের কিছু নেই। যে দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাতে তেমন ঝুঁকি দেখা যাচ্ছে না।’

তবে দেশের বাইরে, বিশেষ করে ভারতের কিছু সাব-ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানান তিনি। অধ্যক্ষ ফয়সল আলম বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় সরকার হয়তো বাড়তি সচেতনতা অবলম্বন করবে। তাহলে এটা মহামারি আকারে ছড়াবে না বলে আমরা আশা করি।’

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। বাইরে গেলে মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের আবার এই অভ্যাসগুলো করতে হবে। এ ছাড়া ঠান্ডা-সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে।’ তিনি জানান, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। তারপরও প্রস্তুতি হিসেবে চিকিৎসক-নার্সদের টিম গঠন করা আছে। ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ডও আছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল