বগুড়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে তাজুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাহালুর কচুয়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
তাজুল ইসলাম বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের আবু বক্করের ছেলে। তিনি ঝালমুড়ি বিক্রি করতেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, তাজুল ইসলামের শ্বশুরবাড়ি দুঁপচাচিয়া উপজেলার তালোড়া এলাকায়। গত শুক্রবার তিনি তালোড়ায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তাঁর খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে কচুয়া গ্রামের বাসিন্দারা রেললাইনের পাশে ট্রেনে কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
উপপরিদর্শক আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের একটি পা পাওয়া যায়নি।