রাজশাহীর বাগমারা উপজেলায় হোমিওপ্যাথির দোকান থেকে ২৪০ বোতল অ্যালকোহল উদ্ধার করেছে র্যাব। এ সময় দোকানের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল বাগমারা উপজেলার মচমইল গ্রামে আপেলের বাড়িতে অভিযান চালায়। এই বাড়ির সঙ্গে আপেলের হোমিওপ্যাথি ওষুধের দোকান।
আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আপেল দীর্ঘসময় ধরে হোমিওপ্যাথি ওষুধের ব্যবসার আড়ালে মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে অ্যালকোহল বিক্রি করে আসছিলেন। তাঁর দোকান থেকে অ্যালকোহল উদ্ধারের ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামি আপেলকেও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।