হোম > সারা দেশ > নাটোর

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে মারামারিতে প্রাণ হারায় কিশোর আবির

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

আবির হোসেন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সহপাঠীর সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে ১২ বছরের কিশোর আবির হোসেনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে দুই কিশোরের মারামারির সময় এই দুর্ঘটনা ঘটে। এটি মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত হত্যা নয়।

আজ শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন এসব তথ্য জানান।

গোলাম সারোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবির তার মায়ের একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে বাইসাইকেল চালিয়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা পাটোয়ারী তেলের পাম্পের কাছে আবিরের বাইসাইকেলটি রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আরও খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে ঝোপ থেকে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী একটি কিশোরকে আটক করলে তার কাছ থেকে আবিরের মায়ের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, বিকেলে আবির ও ওই কিশোর একসঙ্গে বাড়ি থেকে বের হয়। তারা পাটোয়ারী পাম্পের পাশে নির্মাণাধীন কারখানার সীমানাপ্রাচীরের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় দুজনের মধ্যে মতপার্থক্য হলে হাতাহাতি হয়। তখন ইট নিয়ে একে অপরকে আক্রমণ করে। একপর্যায়ে আবিরের মাথায় ইট লেগে পাশে রাখা সাইকেলের ওপর লুটিয়ে পড়ে। পরে তাকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন বুঝতে পারে আবির মারা গেছে, তখন মুখ থেঁতলে দেয় অপর কিশোর। এটা নিতান্তই মারামারি করতে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। কোনো পরিকল্পিত ঘটনা নয়।

এ বিষয়ে বড়াইগ্রামের উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আটক কিশোরকে আইনি সুরক্ষা দিতে বিধিমোতাবেক থানায় গিয়ে কথা বলা হয়েছে। তার হাতেও ক্ষতচিহ্ন দেখা গেছে। সে আবিরের সঙ্গে মারামারি হয়েছে বলে স্বীকার করেছে।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে