হোম > সারা দেশ > পাবনা

নগদের নামে টাকা আত্মসাৎ, পাবনার সেই পোস্টমাস্টার ও পোস্টম্যান বরখাস্ত

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি সাব পোস্ট অফিসের সেই পোস্টম্যান নূর হোসেন বকুল ও পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের দায়ে তাঁদের বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত পোস্টম্যান নূর হোসেন বকুলের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে এবং পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের বাড়ি সদর উপজেলার দিঘী গোহাইলবাড়ী গ্রামে।

পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এর আগে গত মঙ্গলবার ‘আজকের পত্রিকা’য় ‘৩ কোটি টাকা নিয়ে উধাও পোস্টম্যান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন বলেন, পাবনা প্রধান ডাকঘরের পরিদর্শক আব্দুল মোত্তালেব, পরিদর্শক শাহীন জোবায়ের ও সহকারী পরিদর্শক মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে পোস্টম্যান নূর হোসেন বকুল ও পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সত্যতা পেয়েছেন। ফলে অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আনোয়ার হোসেন আরও বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তবে প্রতারণার শিকার নতুন কোনো গ্রাহক যুক্ত হলে এ টাকার পরিমাণ বাড়তে পারে। পোস্ট অফিসের সঙ্গে পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের নগদের কোনো ধরনের সম্পর্ক নেই। পাশ বইতে নগদের লোগো ব্যবহার করা হয়েছে। মূলত প্রত্যন্ত অঞ্চলের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পোস্টম্যান নূর হোসেন বকুল ও পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে আমিনপুর থানায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক পূর্ণিমা রাণী কুন্ডু। তিনি উপজেলার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রদীপ কুমার কুন্ডুর স্ত্রী। 

এর আগে একইদিন দুপুরে রাজশাহী বিভাগের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তারা সুজানগরের সাগরকান্দি গিয়ে প্রতারণার শিকার গ্রাহকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। 

উল্লেখ্য, পাবনা সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের যোগসাজশে ‘নগদের’ নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ কেটি টাকা নিয়ে উধাও হয়ে যান পোস্টম্যান নূর হোসেন বকুল। তারা গ্রাহকদের পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদের টোকেনও দেন। নগদে টাকা রাখলে লাভ বেশি এমন লোভ দেখিয়ে তারা টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাহকেরা। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার