বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ‘ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে ওই ব্যক্তি মারা গেছেন। তাঁর পরিচয় শনাক্ত করতে আজ বুধবার সকালে রাজশাহীর সিআইডির ফরেনসিক ল্যাব ও নওগাঁ জেলা পিবিআইয়ের একটি দল কাজ করছে।’
ওসি আরও বলেন, এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।