হোম > সারা দেশ > বগুড়া

শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে গেলেন অধ্যক্ষ

বগুড়া প্রতিনিধি

শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে গেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। গতকাল রোববার বিকেল ৫টার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থী। এরপর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান।  

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক খরোশেদ রেজা। 

তিনি বলেন, প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি  ও শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের নম্বর কর্তন, দুইটি ফৌজদারি মামলা গোপন রেখে চাকরিতে যোগদান, শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলতে গেলে তাদের নাম লিখে রেখে অকথ্য ভাষায় গালি দিতেন। 

খোরশেদ রেজা আরও বলেন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘ আড়াই বছর যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচালনা করে আসছেন তিনি। এ কারণে শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করে রোববার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল। বিকেল ৫টার পর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান। 

সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের চিঠি আজকে না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান, খোরশেদ রেজা। 

শিক্ষার্থীদের দাবির মুখে সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান কর্মস্থল ত্যাগ করেছেন মর্মে একটি চিঠি আমাকে দিয়ে চলে গেছেন। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে