বগুড়ার নন্দীগ্রামে বাড়ির সীমানায় শজনেগাছ লাগানো নিয়ে বিরোধে ভাই-ভাতিজাদের হামলায় মানিক শাহ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
নিহত মানিক শাহ ওই গ্রামের ময়েন শাহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিক শাহ তাঁর বাড়ির সীমানায় শজনেগাছ লাগানোর জন্য গেলে চাচাতো ভাই জাহাঙ্গীর শাহ, ছেলে রুহুল আমিন ও রুহুল আমিনের শালক মোতালেব হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা কিলঘুষি ও লাঠি দিয়ে মানিককে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মানিক শাহের মৃত্যু হয়।
এ ঘটনায় গতকাল রাতেই চারজনের নাম উল্লেখ করে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ঘটনার পর চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।