হোম > সারা দেশ > বগুড়া

গাছ লাগানোকে কেন্দ্র করে একজনকে হত্যা, থানায় মামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির সীমানায় শজনেগাছ লাগানো নিয়ে বিরোধে ভাই-ভাতিজাদের হামলায় মানিক শাহ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। 

নিহত মানিক শাহ ওই গ্রামের ময়েন শাহের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মানিক শাহ তাঁর বাড়ির সীমানায় শজনেগাছ লাগানোর জন্য গেলে চাচাতো ভাই জাহাঙ্গীর শাহ, ছেলে রুহুল আমিন ও রুহুল আমিনের শালক মোতালেব হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা কিলঘুষি ও লাঠি দিয়ে মানিককে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মানিক শাহের মৃত্যু হয়। 

এ ঘটনায় গতকাল রাতেই চারজনের নাম উল্লেখ করে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ঘটনার পর চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার