হোম > সারা দেশ > নওগাঁ

বছর না ঘুরতেই সড়ক ধসে গেল খালে, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে পাকা সড়ক দেবে প্রায় তিন ফিট গভীর হয়ে খালের মধ্যে ধসে গেছে। আজ শনিবার ভোরে সড়কের শলিয়া নামকস্থানে গাইড ওয়ালসহ ভেঙে ধসে যায়। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সড়কের কাজ করার সময় গোড়া থেকেই মাটি তুলে সড়ক নির্মাণসহ নানা অনিয়মের কারণে সড়কটি ধসে যাচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আত্রাই-বান্দাইখাড়া সড়কের কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার থেকে কালিকাপুর ইউনিয়ন পরিষদ অভিমুখে সড়কটি গত এক বছর আগে এলজিইডি অধিদপ্তরের আওতায় পাকাকরণ কাজ শেষ হয়। কাজ শেষ করার মাত্র এক বছরের মাথায় সড়কের শলিয়া নামকস্থানে গাইড ওয়াল ভেঙে প্রায় ১০০ ফিট পর্যন্ত সড়ক দেবে ধসে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 

শলিয়া গ্রামের রুহুল আমিন তারেক, সিরাজুল ইসলামসহ স্থানীয়রা জানান, একটানা ভারী বর্ষণে গত বুধবার সড়কে ফাটল ধরে। এর পর শনিবার ভোরে গাইড ওয়াল ভেঙে সড়কের অর্ধেক অংশ থেকে দেবে খালের মধ্যে ধসে যায়। এতে কোনোরকমে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া যেকোনো সময় বাকি অংশটুকুও ধসে যেতে পারে। এতে ওই সড়ক দিয়ে চলাচল একদম বন্ধ হয়ে যাবে। 

গ্রামবাসীর অভিযোগ, সড়ক নির্মাণ করার সময় অন্যত্র থেকে মাটি না এনে সড়কের গোড়া থেকেই ভেকু মেশিন দিয়ে খালের মাটি তুলে ভরাট করা হয়। ওই সময় গ্রামের বেশ কিছু লোকজন বাধা দিয়েও কাজ হয়নি। তাঁরা বলছেন, গ্রামের লোকজন তখনই বলেছিলেন, সড়কের গাইড ওয়ালের গোড়া থেকে মাটি তুলে নির্মাণ করলে সড়ক ধসে যাবে, কিন্তু কেউ কথা কানে নেয়নি। ওই সড়কের আরও বেশ কয়েক স্থানে ফাটল ধরেছে বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়রা বলছেন, স্কুল, ইউনিয়ন পরিষদসহ এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। তাই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক মেরামতের দাবি জানান তাঁরা।
 
আত্রাই উপজেলা এলজিইডির প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়