হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে রমিলা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত রমিলা বেগম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মসলেম উদ্দিনের স্ত্রী। 

মৃতের বোন বিলকিস নাহার বেগম বলেন, ‘আমার বোন কয়েক বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং রাতে ফেরেন। খাওয়াদাওয়া ঠিকমতো করেন না। বলতে গেলে তিনি মানসিক প্রতিবন্ধী। আমার দুলাভাই একজন ভালো মানুষ। আমার বোন প্রতিবন্ধী হওয়ার পরেও তিনি তাঁর সঙ্গে সংসার করে গেছেন। শুধু তাই নয়, আমার এক ভাগনেও মানসিক প্রতিবন্ধী।’ 

মৃতের বোন আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আমার বোন বাড়িতে না ফিরলে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে খবর পেয়ে মরদেহ শনাক্ত করি।’ 

বনপারা হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক প্রতিবন্ধী ওই নারী রাস্তায় ঘোরাফেরা করার সময় গাড়ির ধাক্কায় মারা গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর