হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এজাহারভুক্ত আসামি রেজাউল হক। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরের হাসিবুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল হককে (৪৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি ও র‍্যাব-৪-এর মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর জোনাকি রোড-সংলগ্ন আহমদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রেজাউল হক রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, আবুল কাশেম নামের এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আসামি আবু সালেহ বাবুর জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৪ মে অনন্তপুর মাঠে বিরোধপূর্ণ জমির মাপজোখ করা হচ্ছিল। তখন সংঘর্ষে আবুল কাশেমের ছেলে হাসিবুর গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজাউল। গ্রেপ্তারের পর তাঁকে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা