হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এজাহারভুক্ত আসামি রেজাউল হক। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরের হাসিবুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল হককে (৪৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি ও র‍্যাব-৪-এর মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর জোনাকি রোড-সংলগ্ন আহমদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রেজাউল হক রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, আবুল কাশেম নামের এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আসামি আবু সালেহ বাবুর জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৪ মে অনন্তপুর মাঠে বিরোধপূর্ণ জমির মাপজোখ করা হচ্ছিল। তখন সংঘর্ষে আবুল কাশেমের ছেলে হাসিবুর গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজাউল। গ্রেপ্তারের পর তাঁকে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা