হোম > সারা দেশ > জয়পুরহাট

আগুনে সাত দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আগুন লেগে মোটরসাইকেলের পার্টসের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। উপজেলার রায়কালী ইউনিয়নের রায়কালী তিনমাথা বাজারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে স্বপন হোসেনের মোটরসাইকেলের পার্টসের দোকানে। ওই ঘরে মবিল ও তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে পাশে থাকা খায়ের আলির দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আরও পাঁচটি দোকানের আংশিক পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি দল এসে দুই প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল পার্টসের দোকান মালিক স্বপন হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ধরে যায়। ঘরের মধ্যে মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আমার পাশের দোকানসহ মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আক্কেলপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্র পাত হয়েছে। ধারণা করা হচ্ছে সাতটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী