হোম > সারা দেশ > জয়পুরহাট

আগুনে সাত দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আগুন লেগে মোটরসাইকেলের পার্টসের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। উপজেলার রায়কালী ইউনিয়নের রায়কালী তিনমাথা বাজারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে স্বপন হোসেনের মোটরসাইকেলের পার্টসের দোকানে। ওই ঘরে মবিল ও তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে পাশে থাকা খায়ের আলির দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আরও পাঁচটি দোকানের আংশিক পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি দল এসে দুই প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল পার্টসের দোকান মালিক স্বপন হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ধরে যায়। ঘরের মধ্যে মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আমার পাশের দোকানসহ মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আক্কেলপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্র পাত হয়েছে। ধারণা করা হচ্ছে সাতটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ