হোম > সারা দেশ > রাজশাহী

স্থানীয়দের সতর্কসংকেতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরা এক্সপ্রেস

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় রেললাইনে জোড়ার অংশে ভাঙা থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার সকালে পথচারীদের ওড়ানো লাল কাপড় দেখে ট্রেনটি থেমে যায়। এতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা। 

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের অদূরে রেললাইনে জোড়ার অংশে ভাঙা দেখতে পান এক যুবক। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে রেলপথে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা। 

এ বিষয়ে তিলকপুর স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান বলেন, ট্রেন থামার সঙ্গে সঙ্গেই কর্মীরা সেখানে এসে দ্রুত রেললাইন মেরামত করেন। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা আবার স্বাভাবিক হয়েছে। 

রেলওয়ে বিভাগের প্রকৌশলী বজলুর রহমান বলেন, রেলওয়ের কর্মীরা গিয়ে দেখেন লাইনের জোড়ার অংশের লোহা ভেঙে গেছে। পরে তা মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা