হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বিএনপির ৮ নেতা কর্মী কারাগারে

নওগাঁ প্রতিনিধি

নাশকতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলা বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ও রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, যুবদলের সদস্য চঞ্চল রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ। 

আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তারা জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
আদালতে আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ সরকার ও সালাউদ্দিন মিন্টু এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুর বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে বিএনপির ৬ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন আসামি দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ ছাড়া ২৫ নভেম্বর রাতে মান্দার কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ককটেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মান্দা থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি আজ দুপুরে একই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা