হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঈদের দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি এবং ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

আজ মঙ্গলবার সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জালাল হোসেন (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি আজ (মঙ্গলবার) সকালে লেভেল ক্রসিয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি স্থানীয় লোকদের জিজ্ঞেস করেছিলেন ট্রেন কখন আসবে। সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেন ২ নম্বর রেললাইনে আক্কেলপুর রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় ওই লেভেলক্রসিয়ে গিয়ে ট্রেনটির তিনটি বগি পার হওয়ার পর ট্রেনের নিচে মাথা দেন তিনি। ওই সময় কাছে কোনো লোকজন ছিল না।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে আমার মুদি দোকান খুলে বসে ছিলাম। সকালে নিহত ওই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিল ট্রেন কখন আসবে। এরপর তিনি লেভেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের তিন-চারটি বগি লেভেল ক্রসিং পার হওয়ার পর ওই ব্যক্তি রেললাইনে মাথা দেন। ওই সময় তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

অপর এক স্থানীয় বাসিন্দা স্বপন সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি অপরিচিত এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে। পরনে চেক লুঙ্গি ও গায়ে লাল গেঞ্জি ছিল। তবে তাঁর কাছে একটি মোবাইল ফোন ছিল। স্থানীয়  ব্যক্তিরা মোবাইল ফোনে বিভিন্ন জনের নম্বরের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করেছেন।’

আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জালাল বগুড়ার সোনাতলার বাসিন্দা, তাঁর মাথায় সমস্যা ছিল। আমি জালালের শ্যালিকা ও ভায়রার সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়েছি। ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে প্রবেশ করে। তাঁর কয়েক সেকেন্ড আগেই ওই দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংটি অরক্ষিত ছিল।’

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মো. মুক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর