পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। তাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে।
আজ সোমবার সকাল থেকে মহাসড়কে এই চিত্র দেখা গেছে। মহাসড়ক ঘুরে দেখা গেছে, গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে ঢাকা ফিরছে মানুষ।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার রাত থেকে মহাসড়কে ঢাকামুখী যানবাহনের পরিমাণ বেড়েছে। আজ সোমবার সকাল থেকে যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও যানজটের ভোগান্তি নেই। ঈদ উৎসব শেষে কর্মজীবীদের কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।