হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে তাঁরা পদত্যাগ করেন।

পদত্যাগ করা তিনজন হলেন হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাফিউল ইসলাম রাহুল। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্যক্তিগতসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা এক চিঠির মাধ্যমে ২০ সদস্যের বাগমারা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আলী মর্তুজাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আল-আমিনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। পাশাপাশি আরও ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় অনুমোদন-পরবর্তী তিন মাস অথবা পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত।

হাদিউজ্জামান রাফি বলেন, ‘আমি রাজনীতি করতে চাই না, এ কথা আগেই তাঁদের জানিয়েছিলাম। তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছি।’

আরেক পদত্যাগকারী ফুয়াদ হাসান গানিম বলেন, ‘আমি বিএনপির পরিবারের সন্তান। কয়েকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’

পদত্যাগ করা রাফিউল ইসলাম রাহুল বলেন, ‘আমি ব্যবসার মানুষ। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়াতে চাই না। তাই ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছি।’

এ বিষয়ে এনসিপির উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মর্তুজা বলেন, তাঁরা পারিবারিক বা সামাজিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে কেউ যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন, সেটি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা