হোম > সারা দেশ > রাজশাহী

তরুণীর সঙ্গে পুলিশ কর্মকর্তার অনৈতিক সম্পর্ক, সাময়িক বরখাস্ত

বগুড়া প্রতিনিধি

জাতীয় পরিসেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে এক তরুণীকে সহযোগিতা করতে গিয়েছিলেন শেরপুর থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মিঠন সরকার। সহযোগিতার নামে ওই তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।

তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় গত ৯ আগস্ট বগুড়ার পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে এসআই মিঠন সরকারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তবে এসআই মিঠন সরকার দাবি করেছেন, অভিযোগকারী তরুণীর সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়টি আপস মীমাংসা করা হয়েছে। তারপরেও তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামে অভিযোগকারী ওই নারীকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও মুখ খুলছেন না। তারা বলছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ তদন্ত করছেন। এ বিষয়ে তারা কিছু বলতে নিষেধ করেছেন।

শেরপুর থানা-পুলিশের একটি সূত্র জানায়, ওই তরুণীর সাবেক স্বামীর সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ সংক্রান্ত বিষয়ে জাতীয় পরিসেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যান এসআই মিঠন সরকার। সেখান থেকেই ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় এবং অনৈতিক সম্পর্ক স্থাপন করেন এসআই মিঠন সরকার। পরে গত ২২ জুলাই ওই তরুণী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘এসআই মিঠন সরকার শেরপুর থানায় ৬-৭ মাস কর্মরত ছিলেন। গত ১ আগস্ট তাকে শেরপুর থানা থেকে আদমদিঘী থানায় বদলি করা হয়। মিঠন সরকারের নামে এক তরুণীর অভিযোগ সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না।’

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৮ আগস্ট এসআই মিঠন সরকার আদমদীঘি থানায় যোগদান করেন। পরদিন ৯ আগস্ট সাময়িক বরখাস্তের আদেশ থানায় পৌঁছালে তাকে থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এসআই মিঠন সরকারে বিরুদ্ধে অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার