হোম > সারা দেশ > নাটোর

আশ্রয়ণের ঘর দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় আ. লীগ নেতা করাগারে

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় নজরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুন্নাহার রিটা এই আদেশ দেন। 

গত বছরের ৩০ নভেম্বর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুরের জনৈক আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে গুরুদাসপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। নজরুল ইসলাম গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও একই উপজেলার গোপীনাথপুর এলাকার বাসিন্দা।

কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ায় নদীর ধারে আশ্রয়ণ প্রকল্পে একটি বাড়ি দেওয়ার কথা বলে বাদী জয়নব বেগমের কাছ থেকে আড়াই লাখ টাকা নেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। কিন্তু ঘর না পাওয়ায় টাকা ফেরত চাইলে গত বছরের ২৮ নভেম্বর তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান নজরুল। পরে ৩০ নভেম্বর ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। এ মামলায় আদালতে শুনানিতে এলে নজরুলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।’ 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগে দুজনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে একজনের নাম বাদ যায়। আজ আসামি আদালতে উপস্থিত হলে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত