হোম > সারা দেশ > নওগাঁ

জরুরি ওষুধ সরবরাহের ভ্যানে ১০০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহী ক্যাম্পের সদস্যরা। র‍্যাব বলছে, জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত একটি কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল তাঁরা। 

বুধবার দিবাগত রাতে নওগাঁ শহরের বাইপাস মোড় এলাকার সড়কের চেকপোস্টে তাঁদের গাড়ি থামানো হয়। জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত কাভার্ড ভ্যানে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

গ্রেপ্তার দুজন হলেন-কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে বসিয়ে দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

কাভার্ড ভ্যান থেকে গাঁজা ছাড়াও ২১২ বোতল পানি, ২৫০টি টিস্যু বক্স, ২৫টি খালি কার্টুন, গাড়ির কাগজপত্র, নগদ চার হাজার টাকা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।  

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার