হোম > সারা দেশ > নওগাঁ

জরুরি ওষুধ সরবরাহের ভ্যানে ১০০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহী ক্যাম্পের সদস্যরা। র‍্যাব বলছে, জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত একটি কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল তাঁরা। 

বুধবার দিবাগত রাতে নওগাঁ শহরের বাইপাস মোড় এলাকার সড়কের চেকপোস্টে তাঁদের গাড়ি থামানো হয়। জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত কাভার্ড ভ্যানে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

গ্রেপ্তার দুজন হলেন-কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে বসিয়ে দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

কাভার্ড ভ্যান থেকে গাঁজা ছাড়াও ২১২ বোতল পানি, ২৫০টি টিস্যু বক্স, ২৫টি খালি কার্টুন, গাড়ির কাগজপত্র, নগদ চার হাজার টাকা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।  

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ