হোম > সারা দেশ > রাজশাহী

সিনেমা দেখতে এসে হামলার শিকার কৌতুক অভিনেতা রনি

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আনন্দ সিনেমা হলে ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমা দেখতে এসে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাবলু মোল্লা নামে এক যুবকের নেতৃত্বে একদল যুবক রনিসহ পাঁচজনের ওপর হামলা করেছেন বলে অভিযোগ রনির। এ সময় রনিদের নিয়ে আসা গাড়িটি ভাঙচুর করা হয়। পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈর বাজারসংলগ্ন আদম শাহ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রনি মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান।

আবু হেনা রনি বলেন, ‘ঈদের সিনেমা দেখার জন্য আমিসহ পাঁচজন বিলদহর থেকে চাঁচকৈর আসি। আমরা একটি প্রাইভেট কার এনেছিলাম। গাড়িটা সিনেমা হলের রাস্তার পাশে পার্কিং করছিলাম। এ সময় আরেকটি প্রাইভেট কার সেখানে আসে এবং চালক রাস্তার পাশে আমাদের গাড়ি পার্কিং করতে দেখে সরে যেতে বলে। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখেছি, তবু কেন সরতে হবে জানতে চাইলে গাড়ির ভেতর থেকে গালাগালি শুরু করে। প্রতিবাদ করলে গাড়ি থেকে গাড়িষাপাড়া এলাকার সাবলু মোল্লা নেমে আমাদের দিকে তেড়ে আসে। এ সময় স্থানীয়রা সাবলুকে বাধা দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে সাবলু ফোনে কয়েকজন যুবককে আসতে বলে। ৮-১০ জন যুবক তৎক্ষণাৎ মোটরসাইকেলযোগে এসে বাটাম দিয়ে পিটিয়ে আমাদের আহত করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে।’ 

এ ঘটনায় বক্তব্য জানতে সাবলু মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা সাড়া পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে সাবলু মোল্লাকে প্রধান আসামি এবং আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার