হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ছয় পা, আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম গ্রামের দুলাল হোসেনের বাড়ির এই বাছুরের জন্ম হয়।

আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে যায়, এলাকার শত শত মানুষ বাছুরটি দেখতে সে বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবৎ একটি গাভি লালন পালন করছেন। বুধবার সামনে চারটি পা এবং পেছনের আরও দুটি পা নিয়ে একটি বাচ্চা জন্ম দেয়। এ ছাড়া বাছুরটির আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে।

গরুর মালিক আরও বলেন, শারীরিক আরও কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। তখন বাছুরটি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন। বাছুরটি সুস্থ থাকলে অপারেশনের মাধ্যমে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, ‘আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী