হোম > সারা দেশ > রাজশাহী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে আ.লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

আজ রোববার দুপুরে রাজশাহীর আদালত চত্বরে এ কর্মসূচির পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

একই স্থানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষেও কিছু নেতা-কর্মী অবস্থান নিয়ে তাঁর পক্ষে স্লোগান দিয়েছেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে দুই পক্ষের মধ্যে অবস্থান নেয় পুলিশ। 

প্রতিমন্ত্রীর বিপক্ষের কর্মসূচির ব্যানারে লেখা ছিল ‘বাঘা-চারঘাটের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কর্তৃক আর কত নির্যাতন সইব?’ এতে নেতৃত্ব দেন বাঘা পৌরসভার মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী। নেতা-কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহরিয়ার আলমের বিকল্প কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

বিক্ষোভ সমাবেশে আক্কাছ আলী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাঘা ও চারঘাট এলাকার সব স্থানীয় নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে অন্য মতাদর্শীদের বিজয়ী হতে সহযোগিতা করেছেন। এলাকার ত্যাগী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। এসব কারণে এলাকার জনগণ শাহরিয়ার আলমের ওপর ক্ষিপ্ত রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পুনরায় তাকে এ আসনে মনোনয়ন দেন তাহলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে না।’ 

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্দেশে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা আমাদের নামে মামলা করছেন। বর্তমানে ১০০ নেতা-কর্মী বিনা দোষে মামলার আসামি। অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।’ 

বিক্ষোভ কর্মসূচিতে বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা রাজশাহী আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার