হোম > সারা দেশ > নাটোর

নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণ 

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দিতে এবং আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

এ নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেওয়ার জন্যই শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে। সম্প্রতি সরকারের পদত্যাগসহ নানা দাবিতে রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। আমরা ধারণা করছি, নাটোরের কর্মসূচি পণ্ড করতেই আজ এ ঘটনা ঘটিয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে আলাইপুরের বিএনপি কার্যালয়ের সামনে একদল যুবক পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতা-কর্মী ছিল না৷ 

এ নিয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই নিজেরাই এই বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে। আমাদের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে।’ 

এ নিয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, ‘শহরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী