হোম > সারা দেশ > বগুড়া

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জেসমিন আক্তার জুঁই (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফজলুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

জেসমিন আক্তার জুঁই ওই এলাকার জাহাঙ্গীর ইসলামের মেয়ে। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

তার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে টিকটকের মাধ্যমে কুমিল্লার বাসিন্দা নাহিদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রণয় থেকে এক বছর আগে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে জেসমিন শ্বশুরবাড়ি ও বাবার বাড়িতে অবস্থান করছিল।

এসএসসি পরীক্ষার জন্য সে গত সপ্তাহে বাবার বাড়ি যায়। আজ রোববার বেলা ১টার দিকে বান্ধবী তাকে কোচিংয়ে যাওয়ার জন্য ডাকতে যায়। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পায়। এ সময় বান্ধবীর চিৎকারে স্বজনেরা গিয়ে জেসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক