বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আমেনা খাতুন ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরের পাড়ে একাই খেলা করছিল আমেনা খাতুন। পরিবারের লোকজনের অগোচরে অসাবধানতাবশত পুকুরের পাড় থেকে নিচে পড়ে যায়। পুকুরে পানি বেশি থাকায় ডুবে যায় সে। পরে স্বজনেরা বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আমেনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, পানিতে ডুবে যাওয়া শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে। শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ হয়নি।