হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় আফরোজা বিবি (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের কটকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত আফরোজা বিবি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কটকতৈল গ্রামের বুলবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বুলবুল হোসেনকে আটক করেছে পুলিশ। 

মৃত আফরোজা বিবির শাশুড়ি শুকালি বেওয়া জানান, ছেলে, ছেলের বউ আর তাঁর নাতি আরশাদুল রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের একপর্যায়ে আফরোজা নাতিকে তাঁর কাছে রেখে আসেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ির অন্য একটি ঘর থেকে আফরোজার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তাঁর ছেলে। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। 

আফরোজার স্বামী বুলবুল হোসেন বলেন, ‘টিভি দেখার পর আমরা দুজনেই একই ঘরে ঘুমিয়ে ছিলাম। ভোরে দেখি আমার স্ত্রী বিছানায় নেই। পাশের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আমার সন্দেহ হয়। পরে আমি জানালার ছিদ্র দিয়ে ঘরের ভেতর দেখি। ঘরের ভেতর আফরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের সংবাদ দেই আমি।’ 

স্থানীয়রা জানান, বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এসব বিষয় নিয়ে বুলবুল মাঝে মধ্যেই স্ত্রী আফরোজাকে মারপিটও করত। তবে কী কারণে আফরোজা আত্মহত্যা করছেন এ বিষয়ে কেউ কিছু জানেন না। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আফরোজা বিবির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী বুলবুল হোসেনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী