হোম > সারা দেশ > নাটোর

ভোজ হলেও হয়নি বিয়ে 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

দুপুরে জুমার নামাজ শেষে বিয়েবাড়িতে ভোজন শেষ স্বজনদের। রওনা হয়েছেন বর, তখনো পৌঁছাননি, পথেই আছেন। বরযাত্রীদের খাবারও প্রস্তুত। এমন সময় পুলিশ, গ্রাম পুলিশ আর ওয়ার্ড সদস্যসহ বিয়েবাড়িতে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। খবর পেয়ে কনে ছাড়াই ফিরে গেলেন বর, বন্ধ হলো বাল্যবিবাহ। 

এমন ঘটনাই ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নম্বর মাঝগাঁও ইউনিয়নে। আজ শুক্রবার ছিল ইউনিয়নের বাহিমালী গ্রামের দুই কিশোরীর বিয়ে।  

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম বলেন, খবর পেয়েই আমি স্থানীয় ওয়ার্ড সদস্য আর গ্রাম পুলিশ নিয়ে প্রথমে এক কিশোরীর বাড়িতে গিয়ে হাজির হই। পরে আরেক কিশোরীর বাড়িতে যাই।  উভয় বাড়িতেই নিজেদের আত্মীয়স্বজনকে দুপুরের খাবার খাওয়ানো শেষ। এখন বরযাত্রীর অপেক্ষা। 

তিনি বলেন, উভয় পরিবারই নিজেদের ভুল বুঝতে পেরে মেয়ের বয়স আঠারোর আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেয়। একই সঙ্গে পথে থাকা বরযাত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। 
 
ইউএনও মারিয়াম খাতুন বলেন, ‘ওই দুটি বাল্যবিবাহ সম্পর্কে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে বিয়ে বন্ধের নির্দেশ দিই। তাঁরা সেই মোতাবেক যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’ তিনি আরও বলেন, বড়াইগ্রামে কোনোভাবেই বাল্যবিবাহ হতে দেওয়া হবে না।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ