হোম > সারা দেশ > নাটোর

বন্দিদশা থেকে মুক্ত আকাশে উড়ল তিন শতাধিক বক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করেছেন গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার খুবজীপুর, বিলশা, হরদমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌর সদরের বিলসাসহ প্রায় ১০টি মাঠে অভিযান চালানো হয়। পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।

এ অভিযানে পাখি শিকার করার ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুই শতাধিক বক বস্তাবন্দী ও শতাধিক বক খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যেই পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন তিনি। 

গুরুদাসপুরের ইউএনও আজকের পত্রিকাকে বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। মঙ্গলবার ভোর থেকে উপজেলার ১০টি মাঠে গিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তা ছাড়াও উপজেলাব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। 

ইউএনওর উপস্থিতি টের পেয়ে সবকিছু রেখে পালিয়ে যান পাখি শিকারিরা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী নাজমুল হাসান, মেহেদি হাসান তানিম, রাসেল আহমেদ, সাদেক হাসান ও মনির হোসেনসহ আরও অনেকে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর