হোম > সারা দেশ > বগুড়া

সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, যাত্রীদের জিম্মি করে টাকা-ফোন লুট

জয়পুরহাট প্রতিনিধি

গত বুধবার দিবাগত রাতে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। আজকের পত্রিকা

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় ঘটনা ঘটে। এসময় বাস ভাঙচুরসহ যাত্রী ও সুপারভাইজারকে জিম্মি করে নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করে ডাকাতরা।

ডাকাতির কবলে পড়ে শাহ ফতেহ আলী কোচের বগুড়া অফিসের ব্যবস্থাপক আজিজুল হক বলেন, ‘কুয়াকাটা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী কোচ জয়পুরহাটের বাঁশের ব্রিজ এলাকায় বুধবার দিবাগত রাতে ডাকাত দলের কবলে পড়ে। রাস্তায় একটি কাটা গাছ ফেলে বাসের গতি রোধ করা হয়। তারপর বাস ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করা হয়।

একপর্যায়ে বাসের সুপারভাইজার এবং যাত্রীদের জিম্মি করে হেলপারের কাছ থেকে মোবাইল ফোনসহ কালেকশনের নগদ ৫০ হাজার টাকা কেড়ে নেয়। এ ছাড়া বেশ কিছু যাত্রীর কাছে থেকে মোবাইল ফোন, গদ অর্থ ও বিভিন্ন মালপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় শুক্রবার কালাই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করব।’

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার অন্যান্য সড়কে পুলিশি টহল বাড়ানোসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুলিশের একার পক্ষে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা কঠিন, সে জন্য বাস মালিক পক্ষ, বাসের যাত্রী এবং এলাকাবাসীর সচেতনতা এবং আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা