হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঝড়বৃষ্টির মধ্যে নিখোঁজ বাবা-ছেলের লাশ মিলল যমুনায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে নিখোঁজ সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার ও তাঁর ছেলে আশিক বাবুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে উপজেলার চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি শাখা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

গত রোববার সন্ধ্যা থেকে তাঁরা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রিপন তালুকদার উপজেলার চরগিরিশ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গত রোববার সন্ধ্যায় তিনি ছেলে আশিক বাবুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি পাশের ডিগ্রিদোরতা গ্রামে যাচ্ছিলেন। পথে চর ধরে হেঁটে যমুনা নদী পার হচ্ছিলেন তাঁরা। তখন ঝড়বৃষ্টি হচ্ছিল। তখন থেকেই তাঁরা নিখোঁজ। পরে স্বজনেরা মৌখিকভাবে জানালে তাঁদের খোঁজ শুরু করে পুলিশ।’

ওসি শ্যামল কুমার দত্ত আরও বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বারজান এলাকায় যমুনা নদীতে রিপন তালুকদারের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। একই স্থানে আজ সকালে তার ছেলে আশিক বাবুরও মরদেহ ভেসে ওঠে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক