হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঝড়বৃষ্টির মধ্যে নিখোঁজ বাবা-ছেলের লাশ মিলল যমুনায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে নিখোঁজ সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার ও তাঁর ছেলে আশিক বাবুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে উপজেলার চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি শাখা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

গত রোববার সন্ধ্যা থেকে তাঁরা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রিপন তালুকদার উপজেলার চরগিরিশ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গত রোববার সন্ধ্যায় তিনি ছেলে আশিক বাবুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি পাশের ডিগ্রিদোরতা গ্রামে যাচ্ছিলেন। পথে চর ধরে হেঁটে যমুনা নদী পার হচ্ছিলেন তাঁরা। তখন ঝড়বৃষ্টি হচ্ছিল। তখন থেকেই তাঁরা নিখোঁজ। পরে স্বজনেরা মৌখিকভাবে জানালে তাঁদের খোঁজ শুরু করে পুলিশ।’

ওসি শ্যামল কুমার দত্ত আরও বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বারজান এলাকায় যমুনা নদীতে রিপন তালুকদারের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। একই স্থানে আজ সকালে তার ছেলে আশিক বাবুরও মরদেহ ভেসে ওঠে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা