হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার হাবিব আলী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় হাবিব আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকা থেকে র‍্যাব-৫ এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

হাবিব আলীর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাক নামের আরেকজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে মারধর করে আটকে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আমিনুলকে হেফাজতে নিলেও উত্তেজিত প্রায় হাজারখানেক মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার ভিত্তিতে চলতি বছরের ২১ মে চট্টগ্রাম থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিব আলীকেও বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের