হোম > সারা দেশ > রাজশাহী

হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা দুই দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি 

সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমকে শুনানির জন্য আজ আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ব্যবসায়ী রবিনকে পুড়িয়ে হত্যা মামলায় এ রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আল-আমিন শুনানি শেষে মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড শুনানির সময় মাসুম নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান।

নাটোর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে উত্তেজিত জনতা আগুন লাগানোর পরদিন ওই বাসা থেকে শহরের উত্তরা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী ও ট্রাভেল ব্লগার রবিনের পোড়া লাশ উদ্ধার করা হয়। পরে ১২ আগস্ট রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শিমুলসহ ৭১ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। ছাত্রলীগ নেতা মাসুমও সেই মামলার আসামি। কয়েক মাস পলাতক থাকার পর ১৬ জানুয়ারি পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে থেকে মাসুমকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন নাটোর জেলা যুবদল নেতারা।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী