হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ভোট দেখতে এসে কথা-কাটাকাটি, যুবককে ছুরিকাঘাত 

নাটোর প্রতিনিধি

নাটোরে ভোট দেখতে এসে কথা-কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাব্বি (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুই পক্ষের তিনজন আহত হয়েছে। রাব্বি সদর উপজেলার বড়গাছা এলাকার বাসিন্দা। 

আজ রোববার দুপুর আড়াইটায় সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর আসনের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য রাব্বির নেতৃত্বে কয়েকজন আমহাটি ভোটকেন্দ্রের সামনে যান। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত আরেক দল যুবক তাদের কাছে এসে পরিচয় জানতে চান। এ সময় রাব্বিরা ভোট দেখতে এসেছে জানালে যুবকেরা তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে। 

এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে সোহেল নামের একজন রাব্বির বাম হাতে ছুরিকাঘাত করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে রাব্বিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত রাব্বি বলেন, ‘সোহেলের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে। সে যুবলীগ নেতা মিলনের সমর্থক। আমরা তো সবখানেই যেতে পারি। তারা আমাদের অন্য লোকদেরও মারার চেষ্টা করে।’ 

ঘটনার পর অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে তাঁকে ওই এলাকায় আর পাওয়া যায়নি। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করে নিজেদের মধ্যে মারামারি করেছে। এর সঙ্গে ভোট গ্রহণের কোনো সম্পর্ক নাই। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে