হোম > সারা দেশ > রাজশাহী

মান্দায় নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ১০ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

কারাদণ্ডাদেশ পাওয়া চাকরিপ্রার্থীরা হলেন রবিউল ইসলাম, মো. মিঠুন, সুলতান মাহমুদ, নাইমুর রহমান, মোস্তাফিজুর বিন আমিন, জারজিস আলম, ফজলে রাব্বী মণ্ডল, নুর আলম, জামাল উদ্দিন ও আব্দুল্লাহ সাইরাফি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘পরীক্ষা চলার সময়ে কক্ষের ভেতর মোবাইল ফোন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ কেন্দ্র থেকে তিনজন, শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্র থেকে দুজন ও মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে পাঁচজন পরীক্ষাকে আটক করা হয়।’ 

পৃথক ভ্রাম্যমাণ আদালতে আটক চাকরিপ্রার্থীদের মধ্যে রবিউল, জারজিস, জামাল ও আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এক মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে মিঠুন, সুলতান ও ফজলে রাব্বীকে। নুর আলমকে ৭ দিন এবং নাইমুর ও মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। 

ইউএনও বলেন, ‘সাজা পাওয়া ১০ চাকরিপ্রার্থীকে মান্দা থানা-পুলিশের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।’ 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার পাঁচটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল