হোম > সারা দেশ > রাজশাহী

মান্দায় নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ১০ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

কারাদণ্ডাদেশ পাওয়া চাকরিপ্রার্থীরা হলেন রবিউল ইসলাম, মো. মিঠুন, সুলতান মাহমুদ, নাইমুর রহমান, মোস্তাফিজুর বিন আমিন, জারজিস আলম, ফজলে রাব্বী মণ্ডল, নুর আলম, জামাল উদ্দিন ও আব্দুল্লাহ সাইরাফি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘পরীক্ষা চলার সময়ে কক্ষের ভেতর মোবাইল ফোন ও ডিভাইস ব্যবহারের অভিযোগে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ কেন্দ্র থেকে তিনজন, শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্র থেকে দুজন ও মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে পাঁচজন পরীক্ষাকে আটক করা হয়।’ 

পৃথক ভ্রাম্যমাণ আদালতে আটক চাকরিপ্রার্থীদের মধ্যে রবিউল, জারজিস, জামাল ও আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এক মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে মিঠুন, সুলতান ও ফজলে রাব্বীকে। নুর আলমকে ৭ দিন এবং নাইমুর ও মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। 

ইউএনও বলেন, ‘সাজা পাওয়া ১০ চাকরিপ্রার্থীকে মান্দা থানা-পুলিশের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।’ 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার পাঁচটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন