হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী শাহীন আলী নিহত হন। ছবি: আজকের পত্রিকা।

নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টা এবং সকাল ৭টার দিকে হওয়া এই দুই দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী এবং শাহিন আলী (৩০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত শাহিন আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজার অদূরে বাস চাপায় এক নারী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আজ সকাল ৭টার দিকে একটি খালি ট্রাক সিরাজগঞ্জ থেকে বনপাড়ার দিকে আসছিল। এ সময় নাটোর-পাবনা মহাসড়ক হয়ে বেনাপোল থেকে একটি ফলবোঝাই ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বনপাড়াগামী ট্রাকে থাকা ফল ব্যবসায়ী শাহীন আলী নিহত হন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালকেরা পালিয়ে গেছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন