হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে যুবকের আহত-রক্তাক্ত লাশ ঝুলছিল গাছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাইদুল ইসলাম (৩৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার ধাইনগর গ্রামের চৈতন্যপুর বিলের পাশের একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও শরীর রক্তাক্ত ছিল।

নিহতের ভাতিজা কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ভোর ৪টার দিকে ধানে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন তাঁর চাচা জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে লোকজন রক্তাক্ত লাশ গাছে ঝুলতে দেখে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে গিয়ে দেখা যায়, নিজের গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ গাছে ঝুলছে। এ সময় মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গোটা শরীর রক্তে ভেজা ছিল।

কামরুজ্জামান দাবি করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কুপিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, লাশ দেখে মনে যাচ্ছে হত্যাকাণ্ড। কারণ মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া সিআইডির একটি দল নমুনা সংগ্রহ করেছে।

সুকোমল চন্দ্র দেবনাথ আরও বলেন, এ বিষয়ে থানায় হত্যা মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা