নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক ওই নারীকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
হাবিবুর রহমান আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামে লাশ হস্তান্তর করা হবে।
আব্দুস সোবাহান নামের এক এলাকাবাসী বলেন, নিহত মানসিক ভারসাম্যহীন ওই নারীকে পৌরসভার বিভিন্ন মহল্লায় দেখা যেত।