হোম > সারা দেশ > রাজশাহী

আবারও পদ্মায় ধরা পড়েছে সাড়ে ১১ কেজি ওজনের বাগাড়

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১১ কেজি ওজনের বাঘাইড়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল বুধবার উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে নদীতে এই মাছ ধরা পড়ে। পরে মাছটি সাড়ে ১১ হাজার টাকা বিক্রি করা হয়।

জেলে কালিদাসখালী চরের বাসিন্দা আক্কেল আলী বলেন, ‘প্রতিদিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে দুপুরে মাছটি ধরা পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি হয়।’

তিনি বলেন, ‘এর আগে গত ২২ ডিসেম্বর একই স্থানে ২৭ কেজি ওজনের একটি ও এর সপ্তাহখানিক আগে সাড়ে ৮ কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছিলাম। সে মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করি।’

চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘পদ্মা নদীর ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন এবং উচ্চমূল্যে বিক্রিও করছেন তাঁরা।’

মাছটির ক্রেতা মিন্টু হোসেন বলেন, ‘চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীর ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। ভাগ্যক্রমে এই দিন বেড়াতে এসে মাছটি ধরাও পড়েছে, ক্রয়ও করেছি।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল