হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ৩০০ বস্তা নকল সার জব্দ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সারের ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এসএ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মেহের আলম দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, ‘গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল টিএসপি সার বিক্রয় ও বিতরণের জন্য মজুত করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে এসএ ট্রেডার্সে উপজেলা কৃষি কর্মকর্তার শনাক্তকরণে ৩০০ বস্তা ভেজাল সারের মজুতকরণের প্রমাণ পাই। প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। এ ছাড়া নকল সেসব সার জব্দ করে কৃষি কর্মকর্তাকে বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য নির্দেশ দিয়েছি।’

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের