হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় মহাসড়কে অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি

অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।

আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ