হোম > সারা দেশ > বগুড়া

ঝগড়া থামাতে গিয়ে যৌন নির্যাতনের মামলা, মুক্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে বিদেশফেরত এক যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের বত্রিশ মধ্যপাড়া গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বত্রিশ গ্রামের স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। এ সময় তাঁরা বলেন, যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত মামুন দীর্ঘ পাঁচ বছর মালয়েশিয়ায় ছিলেন। করোনা মহামারির মধ্যে দেশে ফেরেন তিনি। এদিকে দীর্ঘদিন যাবৎ মামুনের বাবা ও চাচাদের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন মামুনের চাচাতো ভাইয়ের বউ লুবনা আক্তার ও তাঁর পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া হয়। তখন মামুন ঝগড়া থামাতে গেলে ভাবি লুবনা মামুনের ওপর ক্ষিপ্ত হয়ে থানায় মামলার হুমকি দেন। পরে গত ২২ এপ্রিল থানায় যৌন নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেন। 

মানববন্ধনে মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষী ও মামুনের চাচি লিলি বেগম বলেন, ‘আমাকে না জানিয়ে ওই মামলার সাক্ষী করা হয়েছে। আমার ভাতিজা মামুন খুব ভালো ছেলে। সেদিন ঝগড়াঝাঁটিতে শুধু কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। কিন্তু ওই মেয়ে (লুবনা) যৌন হয়রানির মিথ্যা মামলা করেছে। আমি মামুনের মুক্তি চাই।’ 

মানববন্ধনে বত্রিশ গ্রামের স্থানীয় বাসিন্দা ও শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, মঈনুদ্দিন, নজের আলী, আব্দুর রশিদ, হবিবর রহমান, আজিজার রহমানসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ওই গ্রামের প্রবাসী মাহিনুর ইসলামের স্ত্রী লুবানা খাতুন মামুনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলে, পুলিশ মামুনকে আটক করে জেলহাজতে পাঠায়। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার