হোম > সারা দেশ > নওগাঁ

দেড় মাসেও উদ্ধার হয়নি ভিকটিম, গ্রেপ্তার শিক্ষার্থী সংশোধনাগারে 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

যশোর শিশু সংশোধনাগারে এক মাস ধরে আটক রয়েছে ইকবাল হোসেন নিরব (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থী। সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে ওই সংশোধনাগারে পাঠানো হয়। 

শিক্ষার্থী নিরব নওগাঁর মান্দা উপজেলার নলঘৈর গ্রামের আব্দুল মাজেদ কবিরাজের ছেলে। সে এবার উপজেলার সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। 

নিরবের পরিবারের দাবি, ওই স্কুলছাত্রী অপহরণের শিকার হয়নি। প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে। এ ঘটনার সঙ্গে নিরবকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। সে কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। 

মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এর পর থেকে সে নিরুদ্দেশ রয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে ৬ এপ্রিল নিরবের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। মামলার দেড় মাস পেরিয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। 

নিরবের বাবা আব্দুল মালেক কবিরাজ বলেন, ‘ছেলে ইকবাল হোসেন নিরব এসএসসি পরীক্ষার পর কাজের সন্ধানে ঢাকায় চলে যায়। ঢাকায় অবস্থানকালে পরানপুর গ্রামের ওই স্কুলছাত্রী নিরুদ্দেশ হয়। এ ঘটনায় মেয়েটির পরিবার আমার ছেলে নিরবকে সন্দেহ করে। সন্দেহের সূত্র ধরে মোবাইল ফোনে আমার ছেলে নিরবকে ঢাকা থেকে মান্দা থানায় ডেকে নেয় পুলিশ।’ 

তিনি বলেন, ‘পুলিশ আমার ছেলে নিরবকে থানায় নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। গত ৫ এপ্রিল জিজ্ঞাসাবাদের নামে বাড়ি থেকে আবারও নিরবকে থানায় নিয়ে যায়। এরপর ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়ার জোর দাবি করছি।’ 

এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা হওয়ায় শিক্ষার্থী ইকবাল হোসেন নিরবকে সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় দেওয়া সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে যশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

ওসি বলেন, ‘ভিকটিম ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। তাকে উদ্ধার করা গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী